একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে করতে যাওয়ার পথে আবু তাহের (১৪) নামে এক কিশোর বরকে বরযাত্রীবাহী মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। এর আগে বুধবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,পৌরসভার পান্তাপাড়া গ্রামের আবু তাহের (১৪) নামে এক কিশোর এক নাবালীকা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বরযাত্রীর মাইক্রোবাসসহ তাদের থানায় নিয়ে আসা হয়। পরে বরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment