এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লায়
বন্ধুর বিয়েতে রকমারি ডিজাইনের উপহারের মোড়কে ডাকা রেপিং ব্যবহার করে
৫কেজি পেয়াজ উপহার দিয়ে সামাজিক যোগাযোগ সাইটে ব্যাপক তোলপাড় শুরু
হয়েছে।
উল্লেখ্য পেঁয়াজের লাগামহীন দাম বাড়ার মধ্যেই কুমিল্লা সদরে বন্ধুর
বিয়েতে উপহার হিসেবে এক বাক্স পেঁয়াজ দিয়েছে অন্য বন্ধুরা। শুক্রবার (১৫
নভেম্বর) দুপুরে ওই উপজেলার কালখাড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এমন ঘটনার একটি
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩২ সেকেন্ডের ভিডিওটি
মুহূর্তের মধ্যে আলোড়ন তৈরি করে দেয়।জানা গেছে, কালখাড় পাড় এলাকার ইমদাদুল
হক রিপন বিয়ে করেছেন ৯ নভেম্বর। শুক্রবার বৌ-ভাতে রিপনের তিন বন্ধু শহীদ,
শিপন ও শাহজাহান পাঁচ কেজি পেঁয়াজ উপহার দেন।
বিয়ে বাড়িতে আসা সবার দৃষ্টি
আকর্ষণ করেছে পেঁয়াজের বাক্সটি। বর ইমদাদুল হক রিপন বলেন, ‘এ উপহার আমার
জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ আমার বন্ধুদের এমন ব্যতিক্রমী উপহারের
জন্য।’
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment