অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময়
বেনাপোল সীমান্ত থেকে আলমগীর (হোসেন ৩৭) নামে এক দালালসহ ৫৪ জনকে আটক করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০
নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ি
বটতলা, দৌলতপুর গাতিপাড়া ও সাদিপুর থেকে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আটক
করা হয়। আটকদের বাড়ি খুলনা, বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন অঞ্চলে।
বেনাপোল
বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব আমাদের
প্রতিনিধিকে জানান, সীমান্তের শিকড়ি বটতলা, দৌলতপুর গাতীপাড়া ও সাদিপুর
এলাকায় পৃথক অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামে এক দালালসহ ৫৪ জনকে আটক করা
হয়।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment