হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:>>>
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন'র মির্জাকালু চেয়ারম্যান বাজারে মোঃ জাফর বেপারী (৭০) নামের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
১২ই নভেম্বর রোজ মঙ্গলবার সকালে বাজারের উত্তর পাশের নতুন নূরানী মাদ্রাসার দেয়াল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
তার শরীরের কোথাও কোন ক্ষত পাওয়া যায়নি। তবে পার্শ্ববর্তী এলাকাবাসী ও তার ভাই পরিচয় দেওয়া মোঃ ইউনুছ মিয়া একুশে মিডিয়াকে জানান, লক্ষ করা গেছে কিছুদিন ধরে সে (জাফর বেপারী) মানষিক ভাবে অসুস্থ ছিলেন। তাই মনে হচ্ছে, কোনো মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি মোঃ ফোরকান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর আমি তদন্ত সাপেক্ষে ওসি ও এসপি স্যারকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু. এনামুল হক সাংবাদিককে বলেন, আজ সকালে চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের উত্তর মাথায় একটি মাদ্রাসার দেয়াল থেকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় (জাফর বেপারীর) লাশ উদ্ধার করা হয়। পরে দুপুরের দিকে আমরা (ইউডি) মামলা নিয়ে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ভোলা মর্গে প্রেরণ করি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment