ধর্মীয় মর্যাদায় হালুয়াঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 10 November 2019

ধর্মীয় মর্যাদায় হালুয়াঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:>>>
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের মতো হালুয়াঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় আশেকানে মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় উপজেলার টিকুরিয়া মাদ্রাসা এ গাউছুল আজম মাঠে মাইজভান্ডারী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা কমিটির সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও খাদেম মোহাম্মদ ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ আবুল ফজল আল হাসানী আল মাইজভান্ডারীর (রহ.) আউলাদে পাক পীরজাদা মাওলানা ছৈয়দ আলমগীর ফজল আল মাইজভান্ডারী। প্রধান আকর্ষন ছিলেন গাউছুল আজম পীরজাদা মাওলানা ছৈয়দ ইকবাল ফজল আল হাসানী আল মাইজ ভান্ডারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির। 
মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এই দিনে জন্মগ্রহণ করেন। এটি তাঁর ওফাত দিবসও। দিনটিকে মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে। মুসলমানসহ বিশ্বের শান্তিকামী মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages