"মরিচিকা ভ্রম": জাহিরুল মিলন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 16 November 2019

"মরিচিকা ভ্রম": জাহিরুল মিলন


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-জাহিরুল মিলন:

তুমি যারে দেখছো সাদা
আসলে সে কালো
মনের ভিতর শুধুই অন্ধকার
বাইরে দেখায় আলো।

সাদা ভেবে কালোরে তুমি
শুদ্ধ মনে করো ভুলে
তারই মাঝে বিরাজ মন্দ
হৃদয় দেখো খুলে।

মিথ্যা দিয়ে সত্য প্রতিষ্ঠা
হয়না কোনো কালে
মিথ্যায় পাপ বাড়তেই থাকে
হাওয়া দিয়ে পালে।

ভুলকে তুমি ভুলে ভেবোনা ঠিক
মাসুল দিতে হবে পরে
মিথ্যার রাজ্যে হয়তো রাজা
সঠিক ভাবো যারে।

সাদা-কালো পাশাপাশি চলে
সাথে নিয়ে যায় আলো
মিথ্যাকে তুমি দাও বিদায়
সত্য পথে চলো।

সাদা সেতো বাইরে কেবল
দেখায় চমৎকার
সাদা চর্ম আছে যাদের
বেশি অহংকার।

কবির কথায়-কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবার সমান রাঙা
তবুও দেখি জয় সাদারই
কালোর সর্বদা হৃদয় ভাঙা।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages