চেয়ারম্যানের ক্ষমতার প্রভাব দেখিয়ে তার বডিগার্ড একের পর এক দূর্নীতি করেই যাচ্ছে - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 23 November 2019

চেয়ারম্যানের ক্ষমতার প্রভাব দেখিয়ে তার বডিগার্ড একের পর এক দূর্নীতি করেই যাচ্ছে


একুশে মিডিয়া, যশোর প্রতিনিধি:>>>
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামের হযরত আলীর ছেলে মোঃ রফিক (৩৫)   আর্সেনিক মুক্ত টিউবওয়েল দেওয়ার নাম করে বাঁকড়া গ্রামের ১নং ওর্য়াড়ের বাসিন্দা একে দীন মোহাম্মদের মেয়ে ও ( আব্দুল্লাহ হেল বাকি দালালের বোন ) শায়লা ইয়াসমিন (মেমি) এর নিকট থেকে নগদ ১৫ (পনের) হাজার টাকা নিয়ে বলে অভিযোগ উঠেছে।
কিন্তু  দুই বছর ধরে টিউবওয়েল না দিয়ে টালবাহানা শুরু করে, টাকার কথা বল্লে সে হুমকি দিয়ে বলে যা পারলে আদায় করে নিস।

এ ছাড়া ও আরো প্রমান আছে যে আরো কয়েকজন মহিলার কাছে এভাবে টাকা নিয়েছে  রফিক।  বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা বিভিন্ন ভাবে যুবলীগ নেতা ও  ইউ পি চেয়ারম্যানের নিকট যেয়ে ও কোন সমাধান পাইনি বরং অভিযোগ কারি বলেন যে টাকার বদলে অপমানিত হয়েছি।
আলিপুর গ্রামের এক সাবেক মেম্বার বলেন আরও জানা গেছে এই রফিক বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কিন্তু সে কাজ করে না , পরে টাকা চাইলে তাদেরকে আবার হুমকি দিয়ে থাকে।
ভুক্ত ভোগি বিভিন্ন  দপ্তরে লিখিত অভিযোগ করেছেবলে জানিয়েছেন,জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তাসহ মোট চারটি দপ্তরে লিখিত অভিযোগ  করেছে।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages