একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-নাজনীন চৌধুরী :
দুহাত প্রসারিত করে ভালো বাসতে চাই, ভালবাসতে চাই, তুমি হাত দুটো বাড়িয়ে দিলেও পারিনি আমি ধরতে,
বারংবার চোখ ঝলসে গেছে থোকা থোকা রক্ত হাতে দাঁড়িয়ে তুমি, এ রক্তের দাগ আমি শুঁকে চিনেছি আমার ভাইয়ের!
রাত দিশেহারা হয়ে খুঁজেছি সংবিধান
আমি মানবিক হতে চেয়ে পারিনি অশ্রু ঝরেনি চোখে বারুদ ঝলসে দিয়েছে আমায়
পরিযায়ীর মতো ঘুমাতে পারিনি আমি, রাতের পর
উনুনে হাঁড়ি চড়েনি পেট গড়েরমাঠ সেই খবর রাখেনা কোন নেতা!
দেখেছি আমি বারবার কি করে ক্ষতবিক্ষত হয়ে রক্তের গঙ্গা বয়, হায় সংবিধান!
সংসদে দেখেছি চিড়িয়াখানার লড়াই
সেখানে তোমার আমার কথা বলেনি কেউ
কত-শত অভিযোগ আমার কিশোরী থেকে পৌঢ়
০২/১১/২০১৯ ঢাকা
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment