রেললাইনে ভাঙনে দিনাজপুর ট্রেন চলাচল বন্ধ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 5 November 2019

রেললাইনে ভাঙনে দিনাজপুর ট্রেন চলাচল বন্ধ



একুশে মিডিয়া, দিনাজপুর রিপোর্ট:>>>
দিনাজপুরে রেললাইনে ভাঙন, দিনাজপুরের বিরামপুরে রেললাইন ভেঙে যাওয়ায় উত্তরের কয়েকটি জেলার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। =
বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টায় আংশিক মেরামত করে কয়েকটি ট্রেন পাস করে দেয়া হলেও পুরোপুরি ট্রেন যোগাযোগ চালু হতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে বিভাগ।=
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৬টায় খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসার সময় দিনাজপুরের বিরামপুর উপজেলার পলাশবাড়ী রেলক্রসিংয়ে বিকট শব্দ হয়। স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন রেললাইন ভেঙে গেছে। =
এর পর তারা সেখানে লাল কাপড় টাঙিয়ে বিরামপুর রেলওয়ে স্টেশনে খবর দেন।=

খবর পাওয়ার পর রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা এসে রেললাইন মেরামত করার কাজ শুরু করেন। এ সময় রেললাইনের দুদিকে কয়েকটি ট্রেন আটকা পড়ে যায়।=
রেলওয়ের বিরামপুর স্টেশনমাস্টার মিজানুর রহমান জানান, ২ ঘণ্টা কাজ চালিয়ে সকাল সাড়ে ১০টায় আপাতত কয়েকটি ট্রেন পাস করে দেয়া হয়েছে। পুরোপুরি কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।=




একুশে মিডিয়া/এমএসএ=

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages