কুমিল্লার নঈম নিজামের নামটি থাকবে চির স্মরণীয় গণমাধ্যম জগতে: এম.এ হাসান - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 5 November 2019

কুমিল্লার নঈম নিজামের নামটি থাকবে চির স্মরণীয় গণমাধ্যম জগতে: এম.এ হাসান


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:>>>
লেখক-সাংবাদিক এম এ হাসান:
পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে।পরিবর্তন হচ্ছে জলবায়ুর।সেই সাথে বদলে যাচ্ছে রাজনীতি, অর্থনীতি আর মানুষের স্বাভাবিক যাপিত জীবন। বদলে যাচ্ছে মানুষের চিন্তা রুচি আর দীর্ঘদিনের চলমান অভ্যাস।এই পরিবর্তনের সাথে বদলে যাছে সাংবাদিকতার ধারাও।
সর্বোপরি তথ্য প্রযুক্তির উন্নত ব্যবহারে সংমিশ্রণ হচ্ছে অপসংস্কৃতি,পরিবেশ প্রতিবেশে ঘটছে অন্য রকম এক রূপান্তর, সাংবাদিতা একটি মহান পেশা।যাঁরা এ পেশাকে পবিত্রতার সাথে গ্রহন করেছেন তাঁরা একে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবেই মনে করেন।কিন্তু কতিপয় সাংবাদিকদের কর্মকান্ডে এখন আর সংবাদ কর্মীর প্রতি শ্রদ্ধা সম্মান নেই বললেই চলে।এই যেন ক্রমশই বিনোদন এর পাত্র হয়ে যাচ্ছে।
কিন্তু হাতের সেই ৫টি আঙ্গুলের যেমনি রয়েছে পার্থক্য তেমনি কতিপয় গণমাধ্যম কর্মী রয়েছে এই দেশে যাদের দিকে তাকিয়ে এখনো না মরে বেঁচে আছে গণমাধ্যম জগত।তেমনি একজন গণমাধ্যম কর্মীর আজ শুভ জন্মদিন।
যিনি সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র,হ্যাঁ বলতেছিলাম কুমিল্লা লাঙ্গলকোট উপজেলার কৃতি সন্তান বর্তমান সংবাদ পত্রের ধারার প্রবর্তক,সংবাদ পত্র কে যিনি নিয়ে গেছেন বিশ্বের দরবারে এক অনন্য অবস্থানে।
বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজামের আজ শুভ জন্মদিন। বাংলাদেশে আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টুয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটাল'র সিইও শ্রদ্ধেয় নঈম নিজাম।আমাদের অনলাইন নিউজ পোর্টাল একুশে মিডিয়ার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ হাসান এর পক্ষ থেকে ও আমাদের নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় নঈম নিজামের প্রতি  জন্মদিনে শুভ কামনা সহ প্রাণঢালা অভিনন্দন। 
"শুভ জন্মদিন শ্রদ্ধেয় নঈম নিজাম ভাই"।আপনার জন্মদিনে আপনার বর্ণিল জীবনের বর্ণনা করার মতো তেমন ভাষা নেই আমাদের জানা, বাংলাদেশের শীর্ষ করদাতা হিসেবে মিডিয়াকে এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে যে সম্মান দিয়েছেন তা অভুলনীয়।আপনার নিরলস পরিশ্রমের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রতিদিন’ আজকে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক।
যার পাঠক সংখ্যা আজ কোটি পেরিয়ে শুধু বাংলাদেশেই নয়,বাংলাদেশ প্রতিদিন দেশের গণ্ডি ছাড়িয়েছে বেশ আগেই।এখন বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা ও ইউরোপ সংস্করণের প্রিন্ট ভার্সন কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালি পৌঁছাচ্ছে নিয়মিত ভাবেই।
আপাদমস্তক একজন কাজ পাগল মানুষ আপনার কর্মদক্ষতা তৈরি হয়েছে হাজারও কলম সৈনিকের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সারাক্ষণ নিউজ নিয়েই তাঁর ভাবনা। তার দিক নির্দেশনায় দিন দিন আরো সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। সেই সফল মানুষটির আজ জন্মদিন।
প্রিয় নঈম নিজাম ভাই দীর্ঘজীবি হোন।জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফল আর তারই ধারাবাহিকতায় জীবন সঙ্গীনি হিসেবে পেয়েছেন আরেক আদর্শবাণ,আপনার ন্যায় এ রকম একজন প্রতিভাধর সহধর্মীনি যিনি জাতীয় প্রেসক্লাবে বিপুল ভোটে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নিঃসন্দেহে আপনার মত একজন সাংবাদিক পেয়ে বাংলাদেশ আজ গর্বিত।গণ মাধ্যমের এই প্রাপ্য বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দিয়েছে।আমরা যেন আপনার পদাংঙ্ক অনুসরন করে এগিয়ে যেতে পারি। আপনাকে অভিবাদন হে সাংবাদিক জগতের উজ্জল নক্ষত্র নিঃসন্দেহে বাংলাদেশে চলমান প্রেক্ষাপটে জন্ম হবেনা একজন নঈম নিজামের কিন্তু যুগে যুগে টিকে থাকবে সাংবাদিকতা কতিপয় গণমাধ্যম কর্মীর কর্মকান্ডে এবং যাদের কর্মকান্ডে থাকবে শতভাগ আপনাদের ই আদর্শ।পরিশেষে মহান সৃষ্টি কর্তার নিকট আপনি ও আপনার পরিবারের প্রতি দোয়া কামনা করছি, তিনিঁ যেন আপনার ভবিষ্যতের দিনগুলো সুন্দর ও স্বার্থক করে তুলেন।

লেখকঃ
(সাংবাদিক এম এ হাসান কুমিল্লা)




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages