মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে ওসি সাজ্জাদ হোসেনের উদ্যোগে একটি সড়ক মেরামত করা হয়েছে। উপজেলার নিকড়া থেকে পার্শ্ববর্তি নবাবগঞ্জ উপজেলার টিকিটপুর এপর্যন্ত প্রায় ১২ কিঃ মিঃ সড়ক মেরামত ও দু পাশে থাকা ঝোঁপঝাড় পরিস্কার করা হয়।
ওসি সাজ্জাদ হোসেন দোহার থানায় কর্মরত আছেন। জানাযায়, দোহার উপজেলার নিকড়া থেকে নবাবগঞ্জের টিকিটপুর পর্যন্ত সড়কটি খনাখন্দন থাকায় ঢাকা যাওয়া অাসায় অনেক ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। এ ছাড়া ডাকাতির ঘটনা ঘটে প্রায় রাতেই।
সড়ক খনাখন্দন ও ডাকাতদের কবল থেকে সাধারণ মানুষদের ভোগান্তির শিকার থেকে মুক্ত করতে এ উদ্যোগ নিয়েছে ওসি সাজ্জাদ হোসেন। ওসি সজ্জাদ হোসেন জানায়, নিকড়া এলাকায় কয়েকটি ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটলে আমি ঐ এলাকায় পরিদর্শনে গেলে দেখতে পাই সড়কটি খনাখন্দ এবং সড়কের দু পাশে অনেক ঝোঁপঝাড়।
তাই সড়ক মেরামত ও ঝোঁপঝাড় পরিস্কারের উদ্যোগ নিয়েছি। দোহারে সকল খনাখন্দন সড়ক ও ঝোঁপঝাড় পরিস্কারের উদ্যোগে যুবসমাজ এবং পুলিশ সদস্যসহ প্রশাসন এগিয়ে এসেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment