বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 26 November 2019

বেনাপোলে ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারী আটক


জাহিরুল মিলন, শার্শা প্রতিনিধি:>>>
যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে  ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাহজালাল (২৩) ও রাকিব হোসেন নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক মাদক পাচারকারী শাহজালাল কাগমারী গ্রামের হোসেন আলীর ছেলে ও রাকিব হোসেন একই গ্রামের সাজু হোসেন এর ছেলে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এই দুই মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রাম দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতো সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages