একুশে মিডিয়া, টেকনাফ রিপোর্ট:>>>
দেড় লাখ পিস ইয়াবা জব্দ কক্সবাজারের টেকনাফে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।=
আটককৃতের নাম জুলেখা বেগম (২০)। উপজেলার হ্নীলার রেদা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে আজ রবিবার (১৭ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। জুলেখা ওই পাড়ার আবুল কাশেমের স্ত্রী।=
আবুল কাশেমের বাড়িতে পাচারের জন্য বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এমন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন র্যাব টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব।=
তিনি বলেন, এ সময় ওই বাড়ি থেকে এক লাখ ৪৯ হাজার ৭শ পিস ইয়াবাসহ জুলেখাকে আটক করা হয়। জব্দ হওয়া ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র্যাব টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহাতাব।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment