বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। ছবি: একুশে মিডিয়া |
প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
স্বজনপ্রীতি ও বৈষম্যের স্বীকার কেন? ছাত্র-ছাত্রীরা। চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজমান।
বাঁশখালীর বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে
শিক্ষা মন্ত্রনালয়ের গঠনতন্ত্র মোতাবেক এসএসসি টেস্ট পরিক্ষায় ফেল করা ছাত্র-ছাত্রী এসএসসি ফাইনাল পরিক্ষা দেওয়ার কোনো বিধি-বিধান নেই।
মন্ত্রনালয়ের বিধান লঙ্ঘন করে বেশ কিছু ছাত্র-ছাত্রীকে (যারা স্কুলের স্যারের কাছে প্রাইভেট করেছে ) পরিক্ষার অনুমতি দেওয়া হয়েছে, এখন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবী কিছু সংখ্যক ছাত্র-ছাত্রীর ফরম পূরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কিন্তু বাকিদের হচ্ছে না কেন ?
কোন সুত্রে এদের ফরমপূরণ হচ্ছে ?
এখন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দাবী, ফরম পূরণ করলে সকলের করতে হবে অন্যথায় ফেল করা কোনো ছাত্রছাত্রীর ফরমপূরণ করা যাবে না।
সকলের পরিক্ষার খাতা আমরা তদন্ত করে দেখবো... এই দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে।
একুশে মিয়িা/এমএসএ
No comments:
Post a Comment