প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদসে বাঁশখালী মাতৃসদন ও জেনারেল হাসপাতাল কার্যক্রম শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা সদসস্থ বি.এ. সিটি সেন্টারের ২য় তলায় রবিবার (১০ নভেম্বর) বাঁশখালী মাতৃসদন জেনারেল হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাবেক আবাসিক মেডিকেল অফিসার বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোহাম্মদ হারুনুর রশিদ, বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ, বাঁশখালী মাতৃসদন জেনারেল হাসপাতালের এমডি ও সাংবাদিক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, বিএমএসএফ বাঁশখালী শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ছৈয়দুল আলম, ও দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ প্রমুখ।
বাঁশখালী মাতৃসদন জেনারেল হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ওসমান গণি বলেন, আজকে আমাদের হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে, হাসপাতালের অসম্পন্ন কাজ সম্পন্ন করে আগামী পহেলা ডিসেম্বর থেকে বাঁশখালী মাতৃসদন জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা চালু করা হবে, তিনি হাসপাতাল পরিচালনায় আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment