মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় রাসেল (২২) ও রাব্বি (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ঢাকা- মাওয়া সংযোগ সড়ক ঝিলমিল আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো: রাসেল ও মো: রাব্বি রাজধানীর দক্ষিন মুগদা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজন সূত্রে জানাযায়, বুধবার দুপুরে দক্ষিন মুগদা থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি এক বন্ধুকে দেখতে মোটরসাইকেল নিয়ে রওনা দেয় রাব্বি ও রাসেল। পরে কেরানীগঞ্জে তেঘরিয়া এলাকায় অপরদিক থেকে আসা ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হোন রাসের ও রাব্বি।
ঘটনার সত্যতা জানিয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই বাশির উদ্দিন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment