নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মবার্ষিকী শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 21 December 2019

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মবার্ষিকী শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ


উজ্জ্বল রায়, নড়াইল:>>>
নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে স্বভাব কবি বিপিন সরকার স্মতি রক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে কবির নিজ এলাকা নড়াইল পৌরসভার বাহির ডাংগা গ্রামে
শিল্পীর সমাধিতে পুস্পমাল্য অর্পণ, র‌্যালি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিপিন গীতি এবং সবশেষে গণভোজের আয়োজন করা হয়। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, কবির বাড়ি প্রাঙ্গনে স্মতি রক্ষা পরিষদের সভাপতি ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিতে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক, আনজুমান আরা, প্রফেসর মুন্সি মোঃ হাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ড, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, পরিষদের সাধারণ সম্পাদক গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ।
স্বভাব কবি বিপিন সরকার ৮টি কাব্য গ্রন্ত্র, ২০টি অষ্টক যাত্রা পালা, ১৪টি পালা গান, ১ হাজারের বেশী কবিতা, ১ হাজার হালুই গান, ২ শতাধিক ধুয়া-বারাসিয়া গান লিখেছেন। নড়াইলসহ দক্ষিন-পশ্চিমাঞ্চলে এই স্বভাব কবির যাত্রা পালা, অষ্টক গান, কবিতা, হালুই গান, ধুয়া-বারাসিয়া গান নৌকার মাঝি, কৃষাণ-কৃষাণীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলা ১৩শ ৩০ সনের ৫ পৌষ নড়াইল পৌর এলাকার বাহিরডাঙ্গা গ্রামে এই কবি জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ২৭ নভেম্বর মৃত্যবরণ করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages