নরসিংদীর পলাশ উপজেলায় ফেন্সিয়ারা বেগম (৩২) নামে এক গৃহবধূ গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত ফেন্সিয়ারা বেগম দিনাজপুরের দিঘন গ্রামের মাহতাব আলীর মেয়ে। সে পলাশের প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেন্সিয়ারা বেগম চরপাড়া গ্রামের হাবিবুল্লার বাড়িতে ভাড়ায় বসবাস করে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করতো। সোমবার রাতে বাড়ির মালিক ভাড়ার টাকার জন্য ফেন্সিয়ারা বেগমের ঘরে গেলে ওই গৃহবধূর গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত লাশ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment