একুশে মিডিয়া, মোরেলগঞ্জ প্রতিনিধি:>>>
বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে।‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার দিবসটি উপলক্ষ্যে র্যালি ,সেমিনারের আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার বাকী বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগীতায় অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার এনাম আহমেদ সহজ। সেমিনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন অংশগ্রহন করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment