মোঃ জিপন উদ্দিন, চট্টগ্রাম:>>>
ফটিকছড়ি উপজেলার আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদ্রাসা কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সহ-শিক্ষাসচিব জনাব মাওলানা ফরিদুল আলম ও মাওলানা আইয়ুব আলীর যৌথ পরিচালনায়,অধ্যক্ষ জনাব মাওলানা রশিদ আহমদ শাহীন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর সহ-সেক্রেটারী জনাব এস এম মুস্তফা আমিন মানিক,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের সহ-অর্থসম্পাদক জনাব মহিম উদ্দীন।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব মাওলানা মুজিবুল হক,শিক্ষা সচিব জনাব মুসলিম উদ্দিন,পরিক্ষা নিয়ন্ত্রক জনাব সরোয়ার কামাল।বক্তারা বলেন, ইসলামে দেশপ্রেমের গুরুত্ব অত্যধিক। ইসলাম স্বদেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে দেশপ্রেমকে ঈমানের অংশ হিসেবে বিবেচনা করে। তাই বিজয়ের এই সুখী, সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। পরিশেষে একাত্তরের রণাঙ্গণে জীবন দেওয়া শহীদদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment