উজজ্বল রায়, নড়াইল:>>>
পুলিশ সুপার মহোদয় নির্দেশে গতকাল নড়াইলের কালিয়া থানাধীন পাঁচগ্রাম গ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে, এলাকার মাদক ব্যবসায়ী, বাদল ফকির (২২ ), ইয়ামিন শেখ (২৫) এবং শহিদুল (৩৮) কে মাদকসহ গ্রেপ্তার করিয়া কালিয়া থানায় সোপর্দ করে ।
ডিবি পুলিশের এস অাই জামারত অালি জানান, উল্লেখিত আসামিরা এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী বলে জনশ্রুতি রয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment