রাবিতে বিশ্ব আরবী ভাষা দিবস পালিত - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 December 2019

রাবিতে বিশ্ব আরবী ভাষা দিবস পালিত


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:>>>
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ একাডেমিক ভবনের সামনে থেকে র‌্যালী বের করা হয়। বিশ^বিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি ডিনস্ কমপ্লেক্সে শেষ হয়।
র‌্যালি শেষে ডিনস্ কমপ্লেক্সের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধিকর্তা অধ্যাপক ফজলুল হক বলেন, ‘মহান আল্লাহ কর্তৃক স্বীকৃত একমাত্র ভাষা আরবি। মৃত্যুর পরেও আমাদের যে ভাষা প্রয়োজন তা হলো আরবি। দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনের ভাষাও আরবি। এ ভাষার গুরুত্ব মৃত্যুর আগে ও পরে অপরিসীম।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে প্রচলিত টিভি সিরিয়ালগুলোতে যে খারাপ চরিত্র থাকে তাকে পাঞ্জাবী পরিয়ে দেয়া হয়, তার মুখে দাড়ি থাকে। যার ফলে ইসলামের উপর এর নেতিবাচক প্রভাব পরছে।’
সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে বিশ^বিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ.কে.এম ইয়াকুব আলী বলেন, ‘আল্লাহকে বিশ^াস করলে একজন মানুষ অবশ্যই ভালো হবে। পৃথিবীতে আসা ১০৪টি আসমানি কিতাবের মধ্যে যেটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ তা আরবি ভাষায় নাজিল হয়েছিল। আর বাকি সব এক একটি একেক ভাষায়। আরবি কবরের ভাষা, পাশাপাশি জান্নাতেরও ভাষা আরবি। তাই আমাদের আরবি ভাষা শিখতে হবে, জানতে হবে।’
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং বিভাগের অধ্যাপক মুহাম্মদ বিলাল হুসাইন ও সহকারী অধ্যাপক ছালেকুজ্জামান খানের যৌথ সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক আব্দুস সালাম, ইকরামুল ইসলাম, সেতাউর রহমান, ইফতিখারুল আলম মাসউদ, সহকারী অধ্যাপক মনিরুজ্জামন প্রমুখ। এসময় বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে ইউনেস্কো নির্বাহী পরিষদের বৈঠকের ১৯০ তম অধিবেশনে ১৮ই ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবী ভাষা দিবস ঘোষণা করা হয় এবং এর পর থেকে সেই দিনটি ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages