নড়াইলে শীতের প্রকপে ভ্যানচালকের মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 December 2019

নড়াইলে শীতের প্রকপে ভ্যানচালকের মৃত্যু


একুশে মিডিয়া, নড়াইল প্রতিনিধি:>>>
নড়াইলে শীতের প্রকপে ভ্যানচালকের মৃত্যু  প্রকপে ভ্যানচালক মিজাই বুড়া (৫৫) মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মিজাই পিরোলী উত্তরপাড়ার ছবদুল বুড়ার ছেলে। উজ্জ্বল রায় নড়ইাল থেকে জানান, নড়াইলের
পিরোলী গ্রামের গোলাম মোর্শেদ শেখ জানান, শৈত্য প্রবাহের মধ্যে মিজাই বুড়া ১০কিলোমিটার অটোভ্যান চালিয়ে গত শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পিরোলী গ্রাম থেকে মাছ নিয়ে খুলনার ফুলতলা বাজারে যান। শীতজনিত কারণে বাড়ি এসে ওইদিন দুপুরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ভাবে চিকিৎসা নেন তিনি।
শারীরিক ভাবে উন্নতি না হওয়ায় খুলনায় নেয়ার পথে সোমবার সকাল ১০টার দিকে মিজাই মারা যান। আসর নামাজ বাদ জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। শ্রমজীবি মিজাই স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।  নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে । 




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages