উজজ্বল রায়, নড়াইল:>>>
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের মহিষখোলা এলাকার মহিলা সংস্থার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পান্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হরিদাস রায় জানান, গত ৭ নভেম্বর রাত ৯টার দিকে সদরের সরসপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলোকদিয়া গ্রামের রিপন মোল্যা (২১) হামলার শিকার হন।
এ ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে গত ১ ডিসেম্বর ১৪ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। দেলোয়ার হোসেন পান্নাকে এ মামলার ১ নম্বর আসামি।
এলাকাবাসী জানান, পান্না ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment