![]() |
মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাওলানা হাফিজুর রহমান
সিদ্দিক (কুয়াকাটা) এর মাহফিল জনসমুদ্রে পরিনত হয়েছে। রবিবার রাতে ভোলা
তাফসির পরিষদ আয়োজিত তিন দিন ব্যাপী ৪র্থ তম তাফসিরুল কুরআন মাহফিলের
দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে তাফসির করেন মাওলানা হাফিজুর রহমান।
তার তাফসির শুনতে বিকাল থেকেই ভোলার বিভিন্ন উপজেলা থেকে বাস ও মাইক্রোতে
করে মুসল্লিরা দলে দলে মাহফিল স্থল ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে
আসতে শুরু করেন। এশার নামাজের আগেই বিশাল মাঠ কানায় কানায় কানায় পরিপূর্ণ
হয়ে যায়। পুরো মাঠ তিল ধরার ঠাই ছিলো না। সবাই নিজের পছন্দের বক্তার ওয়াজ
শুনতে মাঠে জড়ো হয়। রাত সাড়ে ৮টায় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক মাহফিলের
মঞ্চে উঠেন।
মাহফিল আয়োজক কমিটি জানান, এর আগে ভোলায় কোনো তাফসির মাহফিলে এত লোক কেউ
দেখেনি। সোমবার তিন দিন ব্যাপী তাফসির মাহফিলের শেষ দিনে তাফসির করবেন
উজানীর পীর সাহেব মাওলানা ফজলে এলাহি। মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের
উপস্থিত হওয়ার জন্য মাহফিল আয়োজক কমিটি অনুরোধ জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment