গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 24 December 2019

গাইবান্ধায় রংপুর সুগার মিলের আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন


একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান রংপুর সুগার মিলের আখ মাড়াইের উদ্ধোধন করেন মনোয়ার হোসেন হোসেন চৌধুরি এমপি।
মঙ্গলবার ৬৩ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়ে মিল চত্বরে  বিকাল ৪টায় শুরু হওয়া মিলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মোঃ মানোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ' লীগ যুগ্ন- সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ 
পৌরসভার মেয়র ও উপজেলা আ' লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার,উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন,থানা অফিসার ইনচার্জ ( ওসি)এ কে এম মেহেদী হাসান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম,মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল,সাবেক সভাপতি দুলা মিয়া,শালমারা ইউপির ভারঃ চেয়ারম্যান আইয়ুব হোসেন,রংপুর সুগার মিলের কর্মকর্তা কর্মচারীসহ ,কৃষক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি আখ মাড়াই মৌসুমে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন ৮টি সাব-জোনের ৫ হাজার ,৫২১ একর জমিতে উৎপাদিত ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চলতি মৌসুমে মোট ৫৭ দিন বিরতিহীনভাবে আখ মাড়াই চলবে। এ থেকে ৩ হাজার ৮৫০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এতে চিনি আহরণের হার নির্ধারণ করা হয়েছে শতকরা ৭.০ ভাগ।






একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages