যুব সমাজের সচেতনতা বৃদ্ধিতে স্পোর্টিং ক্লাবের আয়োজন প্রশংসনীয়: জসিম উদ্দিন সর্দার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 December 2019

যুব সমাজের সচেতনতা বৃদ্ধিতে স্পোর্টিং ক্লাবের আয়োজন প্রশংসনীয়: জসিম উদ্দিন সর্দার


এম এ হাসান, কুমিল্লা:>>>
বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক উপজেলার মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন সর্দার বলেন, নিঃসন্দেহে বর্তমান মাদকের ভয়াবহ সর্বনাশা ছোবল থেকে যুব সমাজ রক্ষায় মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের এমন আয়োজন সত্যি ই প্রশংসনীয়।
তিনি ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ঘটিকায় উপজেলার  মিয়াবাজার এলএন উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রিজ এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।এসময় তিনি প্রতি বছর বিভিন্ন সরকারি দিবসের দিনে ক্রীড়া সাংস্কৃতিক  ধারাবাহিক যে কোন আয়োজনে পাশে থাকবেন বলে জানান।
স্থানীয় ক্রীড়া ও সামাজিক সংগঠন মিয়াবাজার স্পোর্টিং ক্লাব কতৃক আয়োজিত ফ্রিজ এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ইং এর আসরের ১ম জাঁকজমকপূর্ণ সেমিফাইনালে মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েবুল হাসান সোহেলের উপস্থাপনায় উক্ত সেমিফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু তাহের, উজিরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু জাফর মুন্সি, সাধারণ সম্পাদক মীর নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কোমর আলী, সহ-সভাপতি আব্দুল করিম, কামরুল হাসান মান্নান সহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাষ্টার শহিদুল ইসলাম, ইউপি সদস্য ইস্কান্দার মেম্বার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহেল হাজারী, উপজেলা ছাত্রলীগের সদস্য শাখাওয়াত সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ক্রীড়া অনুরাগী ব্যক্তিবর্গ।জমকালো আয়োজনে প্রচুর পরিমাণ দর্শকের উপস্থিতি তে প্রথম সেমিফাইনালের লড়াই টা ছিলো খুবই টান টান উত্তেজনা, উক্ত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল করতে না পারায় সরাসরি ট্রাইবেকারের মাধ্যমে স্থানীয় বেলঘর ফুটবল একাদশ কে হারিয়ে বালিমুড়ী ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ এই আসরের ফাইনাল নিশ্চিত করলো।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হোন চ্যাম্পিয়ন দলের গোল রক্ষক রুবেল।অনুষ্ঠান সভাপতির সমাপনী বক্তব্য প্রদান শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ খেলোয়াড় দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages