রেখা মনি, রংপুর:>>>
রংপুর সদর কোতয়ালী থানায় আত্মসমর্পণ করা মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘শুধু মাদক নয়। জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, নিপীড়নসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের ভূমিকা থাকবে জিরো টলারেন্স। সংশোধনের পথে এসে ভুল করা যাবে না। যদি আপনাদের পরিবর্তন না হয়, আজকে যে হাতে ফুল দিয়ে বরণ করে নিলাম, সেই হাতে হাতকড়া পরানো হবে।’=
রংপুর জেলা পুলিশ আয়োজিত ‘আলোর পথে ফেরা’ (পর্ব-২) আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব কুমার সরকার আরো বলেন, রংপুরকে মাদকমুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীরমুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, একাত্তরের মুক্তিকামী মানুষের সংগ্রামের ফসল আমাদের আজকের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়েই মুক্তিযোদ্ধার দেশ স্বাধীন করেছেন। তাদের জন্য আমরা আজ স্বাধীন, গর্বিত, উন্নত।=
রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম প্রামাণিক প্রমুখ।=
‘আলোর পথে ফেরা’ (পর্ব-২) আত্মসমর্পণ অনুষ্ঠানে রংপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের দুইজন নারীসহ ১৪১ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এরমধ্যে মমিনপুর ইউনিয়নের ১৫ জন, হরিদেবপুরের ২৩, চন্দনপাটের ৪০ এবং সদ্যপুষ্করণী ইউনিয়নের ৬৩ জন রয়েছেন।=
একুশে মিডিয়া/এমএসএ=
No comments:
Post a Comment