ফটিকছড়ি রঙধনু ম্যারিট এ্যাওয়ার্ড সম্পন্ন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 23 December 2019

ফটিকছড়ি রঙধনু ম্যারিট এ্যাওয়ার্ড সম্পন্ন


মোঃ জিপন উদ্দিন, চট্টগ্রাম:>>>
চট্টগ্রাম এর জনপ্রিয় সামাজিক সংগঠন স্বপ্নচূডা ফাউন্ডেশনের অন্যতম প্রকল্প রঙধনু মেরিট এ্যাওয়ার্ড প্রথম শ্রেণি -দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার ২৩ ডিসেম্বর সকাল ১০.০০ টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ১২.০০ পযন্ত চলে। এ বছর ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ  বিদ্যালয়,নাজিরহাট আর্দশ উচ্চ বিদ্যালয়,ভূজপুর হলি ব্রাইট কিন্ডারগার্টেন,নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়,কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ১০০০ শিক্ষার্থী অংশ গ্রহন করে। সকাল ১১.০০ টায় ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন রঙধনু মেরিট এ্যাওয়ার্ড এর চেয়ারম্যান প্রভাষক এস এম মুস্তফা আমিন মানিক. গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বায়তুল হিকমাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন,বিশিষ্ট লেখক, প্রভাষক এন এম রহমত উল্লাহ, প্রভাষক হামিদুল্লাহ সোহেল,উপাধ্যক্ষ মাওলানা মোঃ মুজিবুল হক, মাস্টার মুসলিম উদ্দীন।
পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রাকিবুল্লাহ মোঃ মুহসিন, মোঃ মোজাম্মেল হক, মোঃহাসান, অধ্যক্ষ রুহুল আমিন রুবেল, অধ্যক্ষ জি এম আলম,মাস্টার সরোয়ার কামাল,কামরুল হাসান মাসুদ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।
রঙধনুর চেয়ারম্যান এস এম মুস্তফা আমিন মানিক বলেন আমরা ব্যবসার উদ্দেশ্য এ বৃত্তি প্রকল্প চালু করিনি. আমরা চেষ্টা করছি প্রকৃত অর্থে মেধাবীদের তুলে আনতে.তাদের কে সম্মানিত করতে. যাতে করে আগামী দিনে তারা মেধার মাধ্যম এ দেশের যোগ্য নাগরিক হয়ে বাংলাদেশের সেবা করতে পারে। রঙধনু বৃত্তিতে অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের মধ্যে সবোচ্চ ফলাফল অর্জনকারীকে দেয়া হবে একটি ল্যাপটপ এবং প্রত্যেক ক্লাসের ১ জনকে দেয় হবে গোল্ড মেডেল. রঙধনু মেরিট এ্যাওয়ার্ড বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন সকল কে ধন্যবাদ জানান।
এছাড়া নারায়ণহাট কেন্দ্রে পরিদর্শন করেন নারায়নহাট সিনিয়র মাদরাসার অধ্যাপক জনাব, তৌহিদুল আলম, হাসনাবাদ মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মাস্টার মাহমুদুল হাসান, দাতমারা মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব, মাওলানা আবদুস সামাদ, ভুজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব ইমাম হোসেন, রঙধনু মেরিট এ্যাওয়ার্ডের সহ ব্যবস্হাপক মোঃহাসানুল আমীন, সেলিম বিন ওয়াহিদ, মুহাম্মদ মুসা সহ অনেক পেশাজীবি ও সাংবাদিকবৃন্দ।
নাজিরহাট  ও ভুজপুরে একযোগে অনুষ্ঠিত হয় এ বৃত্তির পরিক্ষা। নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ আইয়ুব, সহ-পরিক্ষা নিয়ন্ত্রক জনাব, মোজাম্মেল হক, হলিব্রাইটের প্রধান শিক্ষক জনাব মঈন উদ্দিন চৌধুরি, মোহাম্মাদ পারভেজ উদ্দিন, মাস্টার ফোরকান উদ্দিন সহ অনেকে।ৎ





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages