মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এক লেপ-তোষকের দোকানে আগুন লেগে মহিউদ্দিন মহি (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলার হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশে বৈদ্যুতিক খুটিতে থাকা ট্রান্সমিটার থেকে সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে নিচে লেপ তোষকের দোকানে পরলে ওই দোকানে থাকা তুলা ও নারিকেলের ছোবড়ায় আগুন ধরে যায়।
মূহুর্তেই আগুন তীব্র আকার ধারন করে এবং আশপাশের দোকানগুলোতে অগ্নি ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা মহিউদ্দিন মহিকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, সড়কের উপর থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারে গোলযোগের কারনে ষ্পার্ক (আগুনের কনা) সৃষ্টি হয়। সেই ষ্পার্ক সড়কের পাশে থাকা একটি দোকানের তুলায় গিয়ে পড়ে সেখানে আগুন ধরে যায়। তুলার আগুনের সংষ্পর্শে পাশের দোকানে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment