মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার):>>>
কুতুবদিয়ায় হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠন কর্তৃক হজরত শাহ আব্দুল মালেক আল-কুতুবী (রাহঃ) এর স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন- আলহাজ্ব শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান আল-মাদানী। তিনি পাঠাগারটি ১১ ডিসেম্বর সকল ১০টায় উদ্বোধন শেষে দেশবাসী সকলের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ আখতারুল হক, সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, শাহ মালেকিয়া শামছুন নুর হেফজখানার শিক্ষক দিদারুল ইসলাম, কুতুব শরীফ দরবারের মৌং কলিম উল্লাহ, সংগঠনের ওমর ফারুক, জিয়াউল হক জিয়াসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
Add caption |
উদ্বোধন শেষে কুতুব শরীফ দরবার পরিচালকের সুযোগ্য সন্তান, সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক জানান- পাঠাগারটি সর্বস্থরের জনগনের জন্য উন্মোক্ত থাকবে। পাঠাগারে ইসলামিক বইসহ বিভিন্ন রকমের বই, স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা রাখা হবে। পাঠাগারে বসে বই পড়ার সু-ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কেউ বই পাড়ার জন্য বাড়িতে নিতে চাইলে নিতে পারবেন বলেও জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment