একুশে মিডিয়া, মহেশখালী প্রতিনিধি:>>>
মহেশখালী মাতারবাড়ীতে নিজ জমি হতে উচ্ছেদ করতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
হামলাকারীদের হাতে ৭০ বছরের বৃদ্ধাসহ তিন জন আহত হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মাতার বাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামে গত (২২ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। জাফর আলম বলেন, ওই গ্রামের উকিল আহমদ এর পুত্র, বাদশা মিয়া, আবুল কালাম, রবি চাঁন ও আবদুল কাদের -পিতা আলী আহমদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল যা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান পর্যন্ত সমাধানের চেষ্টা চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় হামলা কারীরা জমি দখলের উদ্দেশ্য অতর্কিত অবস্থায় সপরিবারে উপরে নৃশংসভাবে সশস্ত্র হামলায় চালায়। এতে ছালেহ আহমদ, নুরুল আবছার, শারমিন আকতার সহ তিন জন আহত হন এলাকার লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি চিকিৎসার জন্য নিয়ে যায় পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে মহেশখালী সদর হাসপাতালে রেফার করেন ছালেহ আহাম্মদের মেয়ে সহ তিনজন আহত হয় উক্ত ঘটনায়।
হামলাকারীরা দীর্ঘদিন যাবত তাদের কে ৩৯ বছরের দখলিয় জমি ছাড়তে বিভিন্ন ভাবে মামলা, হামলার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় হামলা চালায় হামলা কারীরা সেখানে স্থাপনা নির্মাণেরও চেষ্টা চালায়। আহত ছালেহ আহমদের পরিবার আইনে সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে মহেশখালী- কুতুবদিয়ার সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবরে অভিযোগ করেন বলে জানান আহত পরিবার।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment