বাঁশখালীতে আদালতের আদেশ উপেক্ষা করে জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 December 2019

বাঁশখালীতে আদালতের আদেশ উপেক্ষা করে জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে আদালতের আদেশ অমান্য করেই জমি থেকে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে মামলার বাদী শহীদ ও তার পরিবারের সদস্যরা হতবিহŸল ও আতংকিত হয়ে পড়ে। 
জানা গেছে, উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও ৩নং ওয়ার্ড এলাকায় ধানি জমি নিয়ে বিরোধ চলে আসছিল স্থানীয় মো. শহীদ ও হারুন গংদের মধ্যে। ওই বিরোধীয় জায়গায় ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারামতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতিপক্ষ হারুন গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মো. শহীদ।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাঁশখালী থানা পুলিশকে নির্দেশ প্রদান করেন। এদিকে থানা পুলিশ উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে অনুপ্রবেশ না করার জন্য নির্দেশ দিলেও গতকাল বিকেলে হারুন গংরা ওই বিরোধপূর্ণ জমির ধান কেটে নিয়ে যায় বলে জানান মামলার বাদী মো. শহীদ। তিনি আরো বলেন, ‘মো. হারুন গংরা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত মারধর ও খুন জখমের হুমকি ধমকি দিচ্ছে।’
তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে মো. হারুন বলেন, ‘মো. শহীদ গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার জমি থেকে জোর পূর্বক ধান কেটে নিয়ে গেছে। আমি বাঁধা দিলে তারা আমাকে খুন জখম ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। উক্ত জমিতে ১৪৫ ধারা মোতাবেক কার্যক্রম গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে মো. শহীদ গংদের বিরুদ্ধে আমার দায়েরকৃত মামলা চলমান রয়েছে।’
এ ব্যাপারে বাঁশখালী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই নুরুন্নবী টিপু বলেন, ‘পুকুরিয়ায় ধানি জমি নিয়ে মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জমিতে উভয়পক্ষকে অনুপ্রবেশ না করার বলা হয়েছে। তারপরেও যদি কোন পক্ষ আইন অমান্য করে থাকে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages