বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে শনিবার দুপুরে যৌথসভা শেষে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভয় দেখিয়ে লাভ নেই। দেশের জনগণ জেগে উঠেছে। যে কোনো সময় সরকারের পতন অনিবার্য। অবিলম্ব খালেদা জিয়ার মুক্তি দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন,সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment