এম এ হাসান কুমিল্লা:>>>
চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. আরিফ হোসেন।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত ‘মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক’ সভায় এসআই আরিফ হোসেনের হাতে এ পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ (পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি)এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
উল্লেখ্য ২৩ ই ডিসেম্বর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আয়োজিত মাসিক অপরাধ ও বিবিধ বিষয়ক রেঞ্জ সম্মেলনে সর্বমোট ২৪টি ক্যাটাগরিতে পুরুষ্কার বিতরণ করা হয়,এর মধ্যে ০৮ টি পুরস্কার অর্জন করে কুমিল্লা জেলা পুলিশ।কুমিল্লা জেলা পুলিশের পুরুষ্কার প্রাপ্ততের মধ্যে শ্রেষ্ঠ থানা অফিসার হিসেবে পুরুষ্কার গ্রহণ করেন, বুড়িচং থানা অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস,শ্রেষ্ঠ মামলা তদন্ত কারী অফিসার হিসেবে সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ হিসেবে চৌদ্দগ্রাম থানায় কর্মরত (নিঃ)আরিফ হোসেন, শ্রেষ্ঠ ডিবি ইউনিট জেলা গোয়েন্দা শাখা, শ্রেষ্ঠ এসআই কোতয়ালি মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) তপন কুমার বাগচী,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারি অফিসার বুড়িচং থানায় কর্মরত এসআই (নিঃ) সুজন শ্যাম,শ্রেষ্ঠ এএসআই সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ) মোহাম্মদ জহির আলম।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম স্যারের সভাপতিত্বে,এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম,ডিআইজি পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আবুল ফয়েজ,কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার পুলিশ সুপার সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ।
পুরুষ্কার বিতরণ শেষে ডিসেম্বর/২০১৯ মাসের অপরাধ পর্যালোচনা এবং বিবিধ বিষয়ক রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়।কুমিল্লা জেলা পুলিশের পুরুষ্কার প্রাপ্ত সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম,এবং তিনি পুলিশের এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা কামনা করেছেন। চাঁদপুরের কচুয়ার মনপুরা গ্রামের কৃতি সন্তান, চৌকস পুলিশ অফিসার (এসআই) আরিফ হোসেন চৌকস পুলিশ অফিসার (এসআই) আরিফ হোসেন ২০১৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
যোগদানের পর তিনি কুমিল্লা,ব্রাক্ষনবাড়িয়া জেলাসহ বর্তমানে চৌদ্দগ্রাম থানায় সুনাম,সততা ও অত্যান্ত সাহসীকতার সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমান চট্টগ্রাম বিভাগীয় পর্যায় কমিউনিটি পুলিশিং শ্রেষ্ঠ এসআই পদে পুরস্কার পাওয়ায় কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম পিপিএম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ মহোদয়ের এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পাশাপাশি ভবিষ্যতে পুলিশের ভাবমূর্তি বজায় রেখে সাধারণ মানুষের মাঝে পুলিশি সেবা আরো জোরদার করতে পুলিশ প্রসাশনসহ সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment