বিজয় দিবস উপলক্ষে বাঁশখালীতে ‘উপকূলীয় পাবলিক লাইব্রেরী’র সভা ও প্রতিযোগিতা সম্পন্ন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 17 December 2019

বিজয় দিবস উপলক্ষে বাঁশখালীতে ‘উপকূলীয় পাবলিক লাইব্রেরী’র সভা ও প্রতিযোগিতা সম্পন্ন

মহান বিজয় দিবস উপলক্ষে বাঁশখালীতে ‘উপকূলীয় পাবলিক লাইব্রেরী’ কর্তৃক আয়োজিত আলোচনা সভা শেষে প্রতিযোগিতা অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। ছবি: একুশে মিডিয়া

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপকূলীয় পাবলিক লাইব্রেরীর উদ্যোগে সোমবার ১৬ ডিসেম্বর লাইব্রেরীর হলরুমে আলোচনা সভা, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।
উপকূলীয় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সাঈফী আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজের পরিচালক লায়ন আমিরুল হক এমরুল কায়েস, বিশেষ অতিথি ছিলেন ছনুয়া কাদেরয়িা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোঃ সরওয়ার আলম, মোঃ আবুল বশর, ছনুয়া হযরত ফাতেমা (রা) একাডেমীর পরিচালক আলমগীর কবির সিকদার ও মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।


মহান বিজয় দিবস উপলক্ষেল আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির সর্বোচ্চ মহান অর্জনের মহান একটি দিন। শৃঙ্খল মুক্তির লালিত স্বপ্ন পূরণের দিন। শ্রদ্ধাবনত চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন। সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে চিরভাস্বর হয়ে আছে বাঙালির রক্তে রাঙা ইতিহাস আর লাল-সবুজের পতাকা। প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালির কাছে বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, স্বাধীনতা অক্ষুন্ন রাখার শপথেরও দিন। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে রচনা পাঠ ও কবিতা আবৃত্তিতে উত্তীর্ণ বিজয়ীদের হাতে তুলে দেয়া বিভিন্ন ধরণের পুরস্কার সামগ্রী।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages