একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, ঝিনাইদহ টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী। এসময় বক্তারা, তৃণমুল পর্যায়ের জনগণের নিকট সরকারের ডিজিটাল সেবা পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহŸান জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment