নড়াইলে খেলা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 18 December 2019

নড়াইলে খেলা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ


উজ্জ্বল রায়, নড়াইল:>>>
নড়াইলে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে দিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার বক্সিং পরিষদের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। খেলা শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম।
প্রতিযোগীদতায় ছেলেদের মোঃ আসিফ (৩৫ কেজি), ইমরান (৪৫ কেজি), মোঃ লিকু মিয়া (৫০ কেজি) ও মোঃ জাকারিয়া (৫৫ কেজি) ওজন গ্রুপে চ্যাম্পিয়ন এবং মেয়েদের গ্রুপে সোনালী (৪৫ কেজি), ছন্দা (৫০ কেজি) ও ইয়াসমিন (৫৫ কেজি) ওজন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার বক্সিং কমিটির সভাপতি রওশন আরা কবির লিলির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থারসহ সভাপতি আইয়ুব খান বুলু, জেলা ক্রীড়া সংস্থারঅতিরিক্ত সম্পাদক কুষ্ণপদ দাস, বক্সিং কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় ৭ টি গ্রুপে মোট ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages