মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় ওড়না জড়িয়ে মহিলা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। উপজেলা যন্ত্রাইল পূর্বপাড়া মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা বেগম দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরকুসাই এলাকার মৃত শেখ ঝড়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা মহিলা বেগম ৪দিন আগে নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের ভাওয়ালিয়া এলাকায় তার ছোট মেয়ে ইয়াসমিনের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় দোহারের চরকুসাই যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকে উঠেন। যন্ত্রাইল পূর্বপাড়া মসজিদের সামনে এসে গলায় থাকা ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক ইজিবাইক রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং ইজিবাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। ইজিবাইকের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment