হযরত মালেকশাহ্ (রাহ.)’র ২০তম ফাতিহার প্রস্তুতি সভায় চট্টগ্রাম টু-কুতুবদিয়ায় স্টীমার পল্টুনসহ কুতুবদিয়া চ্যানেলে সী-ট্রাক সার্ভিসের দাবী
|
একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবারা) প্রতিনিধি :>>>
অলিকূল শিরোমণি কুতুবদিয়ার হযরত শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মহিউদ্দিন আজমী প্রকাশ মালেকশাহ্ (রাহ.)’র ২০তম বার্ষিক ওরস ও ফাতিহার এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্টিত হয়।
এতে বাবাজান কেবলার শাহ্জাদাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হযরতুল আল্লামা মনিরুল মান্নান আল-মাদানী, দরবার পরিচালক আলহাজ্ব শেখ ফরিদ আল-কুতুবী, আলহাজ্ব আতিকুল মিল্লাত, ছৈয়দুল মিল্লাত ও মাওলানা জিল্লুল করিম।
এন্তেজামিয়া কমিটির সভাপতি (ভা.প্রা.) আলহাজ্ব আজিজুল ক্বদর’র সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর দরবার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মাহফুজুর রহমান খানঁ’র সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ শরীফ চেয়ারম্যান, অধ্যক্ষ মাওলানা ইদ্রিচ কুতুবী, অধ্যক্ষ সোলাইমান চৌধূরী, হামিদুল হক ফয়সাল, সাংবাদিক এম.হাছান কুতুবী, মুহাম্মদ তসলিম উদ্দিন, মাওলানা আবদুস সবুর, মাওলানা নুর মুহাম্মদ, আবদুর রব চৌধূরী, এডভোকেট জাহাঙ্গীর আলম, অধ্যাপক আবু সাঈদ, আবদুল মান্নান, মমতাজ মেম্বার, আলমগীর ও মিন্টুসহ মহানগর, জেলা ও উপজেলা কুতুব শরীফ দরবার কমিটির অন্যান্য প্রতিনিধিবৃন্দ। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারী দু’দিন ব্যাপী অনুষ্টিতব্য ২০তম বার্ষিক ওরস ও ফাতিহায় আগত (অবিশ্যাষ্য হলেও সত্য যে) প্রায় ৬/৭ লাখ ভক্ত-অনুরক্তদের সুবিধার্থে চট্টগ্রাম টু কুতুবদিয়ায় স্টীমার সার্ভিস, পেকুয়ার মগনামা টু-কুতুবদিয়ার দরবার জেটিঘাটে পল্টুনসহ পারাপারে সী-ট্রাক সার্ভিসের ব্যবস্থাকরণ, রোড-ঘাটের বিভিন্ন নির্মাণ-সংস্কারকাজ ইতিমধ্যে শেষ করণসহ আইনশৃঙ্খলা রক্ষায় সম্ভাব্যস্থানে পুলিশ মোতায়েন করার দাবী জানানো হয় সভায়। পরে বিশেষ মোনাজাত করেন হযরতুল আল্লামা মনিরুল মান্নান আল-মাদানী (মা.জি.)।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment