একুশে মিডিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি:>>>
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার সংলগ্ন খামার মামুদপুর গ্রামে অভিযান চালিয়ে (দুই) ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাযায, ২৬ ডিসেস্বর রাত দেড়টায় হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেনের নেতৃতে এস আই কৃষ্ণ চন্দ্র রায় ,এএসআই রেজাউল করিম, এএসআই ফিদা হাসান ও সঙ্গীয় ফোর্সসহ গোডাউন বাজার সংলগ্ন খামার মামুদপুর গ্রামে অভিযান পরিচালনা করে লালভি বেওয়া (৫৫) স্বামীঃ মৃত সাদা মিয়া, শোভা রানী (৪০)স্বামীঃ গিয়াস উদ্দিন উভয় সাং- খামার মামুদপুর থানা- পলাশবাড়ী জেলা- গাইবান্ধাদ্বয়কে জিআর ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করে। আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
গ্রেফতারের বিষয়টি হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment