ঝিনাইদহের
শৈলকুপা শত্রুতার জেরে ৩ শতাধিক ধরন্ত কলার কাধি কর্তন করেছে এক বখাটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শুক্রবার গভীর রাতে। এ ঘটনায়
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছে কলা বাগান মালিক
রামচন্দ্রপুর উত্তরপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে মিলন হোসেন।
জানা
যায়, কলা বাগান মালিক মিলনের বাড়ীতে প্রতিবন্ধী ইকরামুল কাজ করতো।
প্রতিবেশী বখাটে আক্তার হোসেনের ছেলে বিপুল হোসেন প্রতিবন্ধী ইকরামুলকে
উত্যক্ত করতো।
শুক্রবার সকালে তাকে অতিরিক্ত উত্যক্ত করার এক পর্যায়ে ইট
দিয়ে ইকরামুলকে আঘাত করে বিপুল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিলন প্রতিবাদ করায়
তাকেও বাঁশ দিয়ে বেধড়ক মারপিট করে বখাটে বিপুল। পরে মিলন হোসেন
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পে বখাটে বিপুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।
লিখিত অভিযোগ দেয়ায় বিপুল ক্ষুব্ধ হয়ে শুক্রবার গভীর রাতে উত্তরপাড়া মাঠে
থাকা মিলনের ৪ বিঘা জমিতে চাষাবাদ করা ২ হাজার কলাগাছের মধ্যে প্রায় ৩শ’
ধরন্ত কলার কাধি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিনষ্ট করে। বিষয়টি জানতে পেরে
মিলন শনিবার শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে।
এ
বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সাংবাদিকরায় তাকে
প্রথমে বিষয়টি জানিয়েছে। বাদীকে থানায় এসে মামলা দায়ের করতে বলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment