চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ক্যান্সারে আক্রান্ত জিসানকে বাঁচাতে এগিয়ে আসুন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 14 December 2019

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ক্যান্সারে আক্রান্ত জিসানকে বাঁচাতে এগিয়ে আসুন


মোঃ জিপন উদ্দিন, চট্টগ্রাম:>>>
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জিসান।৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে তার পেটে ব্যাথা শুরু হয় পরে ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানা যায় তার পেটে টিউমার হয়েছে,এরপর অপারেশন এর মাধ্যমে টিউমারটি রিমুভও করা হয়।তারপর টিউমারটি পরিক্ষার জন্য পাঠানো হয় ভারতে।
রিপোর্ট থেকে জানা যায় যে, টিউমারটিতে ক্যান্সারের জীবানু রয়েছে।ডাক্তাররা বলেছেন ১৭ টি কেমোথেরাপি দিতে হবে যার চিকিৎসা ব্যয় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।আনুষঙ্গিক খরচ সহ প্রায় ৩০লক্ষ টাকার মত প্রয়োজন। এর মধ্যে বিভিন্ন  টেস্ট ও অপারেশনে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে যা ওর আত্মীয়স্বজনের সহায়তায় মেটানো হয়েছে।জিসানের বাবা একজন মাদ্রাসার সহকারী শিক্ষক।সামান্য চাকুরীজীবী বাবার পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব না।
তাই এই শিক্ষক বাবা লজ্জার বেড়াজাল ভেঙে সবার কাছে আর্থিক সহায়তা ও দোয়া চেয়েছেন। আক্রান্ত রোগীর নামঃ মাসুম বিল্লাহ জিসান(গণিত বিভাগ),চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 
আইডি নং : ১৫২০৩০৫৭(সেশন ২০১৪-১৫)
উপজেলা:হাতিয়া,জেলাঃ নোয়াখালী।
আর্থিক সহযোগীতা পাঠানোর জন্য কয়েকটি  একাউন্ট দেয়া হল
১। রকেট;   01521438445 - 0  (মাসুদ)
২। বিকাশ;  01518687435 (শাকিল)
                   01868933991(হান্নান)
                   01831647415(দীপ্ত)
                   01778379559(মিনহাজ)
৩। ব্যাংক একাউন্ট   102.101.176438  (ডাচ বাংলা,আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম)
৪.  Md. Ashraful Islam
A/C no : 0631340017603,  সোশ্যাল ইসলামী ব্যাংক,  চকবাজার শাখা, চট্টগ্রাম
৫।  Md..Ashraful Islam 
Ac.No.: 1006601008939 সোনালি ব্যাংক লিমিটেড,  চকবাজার শাখা, চট্টগ্রাম।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages