একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ার ইউনিয়নস্থ ছনুয়া আবাহালী হযরত ফাতেমা রাঃ ইসলামী একাডেমির উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিজয় র্যালীবের করা হয়।
একাডেমীর সকল ছাত্র ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। পরে একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলমগীর কবির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া মৌলভী নজরুল ইসলাম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছনুয়া আনওয়ারুল উলুম বড় মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফী আনোয়ারুল আজিম। ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও আমির পাড়ার জামে মসজিদের সভাপতি এম ছরওয়ার আলম,
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির সর্বোচ্চ মহান অর্জনের মহান একটি দিন। শৃঙ্খল মুক্তির লালিত স্বপ্ন পূরণের দিন। শ্রদ্ধাবনত চিত্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার দিন। সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে চিরভাস্বর হয়ে আছে বাঙালির রক্তে রাঙা ইতিহাস আর লাল-সবুজের পতাকা। প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বাঙালির কাছে বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, স্বাধীনতা অক্ষুন্ন রাখার শপথেরও দিন। বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ একটি দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে উত্তীর্ণ বিজয়ীদের হাতে তুলে দেয়া পুরস্কার সামগ্রী। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment