প্রতিবেদক-মোহাম্মদ ছৈয়দুল আলম:>>>
বাঁশখালীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেন পুলিশ।
বাঁশখালী থানাধীন ৭নং সরল ইউপিস্থ নোয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি ঘরে থেকে ১৮ জানুয়ারী রাতে তাদের হাতে নাতে গ্রেপ্তার করেন পুলিশ।
বাঁশখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ নাজমুল হাসান, এসআই (নিঃ) দীপক কুমার সিংহ, এসআই (নিঃ) বিমল কুমার দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন সহ একদল পুলিশ অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, মধ্যম সরল, ১নং ওয়ার্ডস্থ কালু বলীর বাড়ির, ইসমাইলের ছেলে মোঃ হেলাল (২০), মফজল আহমদের ছেলে মোঃ কামরুল ইসলাম প্রঃ কউম্যা (৩৫), কবির আহমদের ছেলে মোঃ রহিম (২৪), মধ্যম সরল, নয়াপাড়া, গুলজানি বর বাড়ির মৃত মোহাম্মদ নবীর ছেলে মনিরুল্লাহ প্রঃ পেটান আলী (৪৫), মধ্যম সরল, নয়াপাড়ার মৃত বশির আহাম্মদের ছেলে মোঃ আানোয়ার ইসলাম প্রঃ আনু (২৫) ও আব্দুস শহিদের ছেলে মোহাম্মদ আলী (৩২)
বাঁশখালী থানাধীন ৭নং সরল ইউপিস্থ নোয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি ঘরে থেকে ১৮ জানুয়ারী রাতে তাদের হাতে নাতে গ্রেপ্তার করেন পুলিশ।
বাঁশখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ নাজমুল হাসান, এসআই (নিঃ) দীপক কুমার সিংহ, এসআই (নিঃ) বিমল কুমার দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন সহ একদল পুলিশ অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন, মধ্যম সরল, ১নং ওয়ার্ডস্থ কালু বলীর বাড়ির, ইসমাইলের ছেলে মোঃ হেলাল (২০), মফজল আহমদের ছেলে মোঃ কামরুল ইসলাম প্রঃ কউম্যা (৩৫), কবির আহমদের ছেলে মোঃ রহিম (২৪), মধ্যম সরল, নয়াপাড়া, গুলজানি বর বাড়ির মৃত মোহাম্মদ নবীর ছেলে মনিরুল্লাহ প্রঃ পেটান আলী (৪৫), মধ্যম সরল, নয়াপাড়ার মৃত বশির আহাম্মদের ছেলে মোঃ আানোয়ার ইসলাম প্রঃ আনু (২৫) ও আব্দুস শহিদের ছেলে মোহাম্মদ আলী (৩২)
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার একুশে মিডিয়াকে বলেন, বাঁশখালী থানাধীন সরল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেন অভিযান দলটি। গ্রেপ্তরকৃতদের ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইন এর ০৪ ধারার অপরাধে ধৃত করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment