একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:>>>
বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার |
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় :
পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবধর্না অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল আজিম চৌধুরী, ইংল্যান্ডের কাম্বারল্যান্ড কলেজের গণিত বিভাগের অবসর প্রাপ্ত প্রফেসর জামাল উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ইসতিয়াক আহমদ এবং বাঁশখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক মনজুরুল আলম। প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী মোহাম্মদ গালিব বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে যে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ শিক্ষাখাতে অভূতপূর্ব পরিবর্তন সাধন করেছেন। কারণ শিক্ষাই জাতির মেরুদÐ, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় :
বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনার আলোচনা সভায় সভাপতিত্ব করেন গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান মুরাদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব। শিক্ষক খোকন কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাষ্টার শামসুল আলম ছিদ্দিকী, শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য কামাল উদ্দিন, শামীমুল জন্নাত, মো: নুরুল কাদের, জয়নাল আবেদীন, আবু আহমদ, নুরুল আবছার, আলমগীর মাহফুজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা খাতে উন্নয়নের জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। কেননা একটি শিক্ষিত জাতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে। তাই সকলের ন্যায় এই বিদ্যালয় থেকে ২০২০ সালে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের স্মরণ রাখতে হবে যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এ সময় বক্তারা গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে সহস্যাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।’
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় :
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার , অনুষ্টানে অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা শ্যামল দাশ, বাঁশখালী থানার এস আই বিমল চন্দ্র দাশ, আমির হোসেন ,মাওলানা মো: ওসমান, অচিন্ত্য কুমার আচার্য্য, ফাতেমা চৌধুরী, অন্নি মুহুরি প্রমুখ। শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও তাহেরা বেগমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন বাশঁখালীর একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানটি যাতে সর্বক্ষেত্রে নিজেদের অবস্থান ফুটিয়ে তুলতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান ।
বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয় :
বাঁশখালী বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্টান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্টানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষা সংগঠক আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান। আলোচক ছিলেন রফিক আহমদ তালুকদার, ডা: মোহাম্মদ হারেছ,মোক্তার আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল কাদের চৌধুরী,আবুল বশর, সাবেক সহ প্রশি রফিকুল ইসলাম চৌধুরী, প্রমুখ । সভায় বক্তারা বলেন বলেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিখ্ষিত হতে হবে তাহলে তারা জীবনের সঠিক লক্ষে পৌছঁতে পারবে ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment