মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
প্রতিবছরের ন্যায় ঢাকার নবাবগঞ্জে গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলার কালিবাড়ির মাঠে এ গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের কালি বাড়ির মাঠে স্থানীয় এলাকাবাসির উদ্যোগে প্রায় চারশত বছর ধরে এতিহ্যবাহী গরু দৌড় ও চারদিন ব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা জগদীস জানান, প্রায় ৪০০ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর বাংলা পঞ্জিকা হিসাবে পৌষ মাসের শেষ দিনে এ উৎসব পালন করা হয়।
হরিষকুল এলাকা থেকে মেলা দেখতে আসা শিক্ষক বিমল মজুমদার বলেন, মেলা উপলক্ষ্যে কয়েক দিন আগে থেকে আশপাশের বাড়ি গুলোতে বাড়তে থাকে অতিথির সংখ্যা। আপ্যায়নের জন্য রকমারি পিঠাপুলির আয়োজন করা হয়। গ্রাম বাংলার মানুষের চিরচেনা এ গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতার ইতিহাস, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়।
কান্দা মাত্রা গ্রামের বিমলা দাসী বলেন, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে এ অঞ্চলের মানুষের মাঝে আনন্দের আমেজ দেখা যায়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment