উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:>>>
নড়াইলে নিয়মিত অভিযানে (৪ ডিসেম্ব) দুপুর সাড়ে ৫ টায় সময় নড়াইল সদর হাতিবাগান বাস স্ট্যান্ড থেকে ডিবি পুলিশের এস আই সেলিম, এ এস আই জহির , কং জব্বার, বায়েজিদ, রওশান, জাকারিয়া সহ অভিযান চালিয়, মোঃ ইলিয়াস শেখ (৩৬) পিতাঃ মৃত চাঁন মিয়া, সাং মুকুন্দ পট্টি, থানাঃ নগরকান্দা জেলাঃ ফরিদপুর তার দখলে থাকা ১৭(সতের) বোতল ফেনসিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment