বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নড়াইলের নিহত তাকিয়ার বাড়িতে এখন শোকের মাতম!! - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 January 2020

বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষঃ নড়াইলের নিহত তাকিয়ার বাড়িতে এখন শোকের মাতম!!


উজ্জ্বল রায়, নড়াইল থেকে:>>>

ফরিদপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ জনের মধ্যে নড়াইলের  জয়পুর গ্রামের তাকিয়া খানম (১৩) একজন। তার বাড়িতে এখন শোকের মাতম চলছে।

তাকিয়া খানম নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী। সে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে আকিদুল ইসলাম মোল্যার মেয়ে।

তাকিয়ারা দুই ভাই বোনের মধ্যে সে ছোট। তাকিয়া বোয়ালমারী খালা বাড়ি থেকে খালা খালু ও খালাতো ভাই বোনদের সাথে মাইক্রোবাস যোগে ঢাকা যাচ্ছিল। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা- ফরিদপুর মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে তাকিয়ার মরদেহ তার স্কুলে আনার পর সহপাঠিরা এবং স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়ে। পরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও ছাত্রী-ছাত্রী এবং বিভিন্ন শ্রেনীর পেশার মানুষজন এ শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, তাকিয়ার পিতা মো আকিদুল মোল্যা প্রমুখ।

পরে বিকালে তাকিয়ার গ্রামের বাড়ি জয়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages