ঝিনাইদহে সৎ বোনের স্বামী লাঠির আঘাতে প্রতিবন্ধি যুবকের মৃত্যুর অভিযোগ আটক ২ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 21 January 2020

ঝিনাইদহে সৎ বোনের স্বামী লাঠির আঘাতে প্রতিবন্ধি যুবকের মৃত্যুর অভিযোগ আটক ২


একুশে মিডিয়া, রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ পৌর এলাকার লক্ষীকোল গ্রামে নির্যাতনে বাক প্রতিবন্ধি যুবক রাব্বুল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকালে তার পিতা ট্রাক ড্রাইভার শরিফুল ইসলাম ও সৎ বোন পারুলকে আটক করেছে পুলিশ।
গ্রামবাসি জানায় রাব্বুল শুক্রবার ১৭ জানুয়ারী দুপুরে মাঠে ছাগল চরাতে যেতে না চাইলে তার সৎ বোনের সাথে তর্ক বিতর্ক হয়। এ সময় তার দুলাভাই টোকন রাব্বুলের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। লাঠি দিয়ে তার মাথায় আঘাতের ফলে রাব্বুল জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে গ্রামবাসি প্রতিবন্ধি রাব্বুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে শনিবার তাকে ঝিনাইদহ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে ভর্তি করার পর রবিবার বিকালে রাব্বুল মারা যান। প্রতিবন্ধি রাব্বুলের মৃত্যুর খবর পৌঁছালে তার সৎ বোন পারুল ও তার স্বামী টোকনসহ বাড়ির লোকজন গা ঢাকা দেয়।
সোমবার রাব্বুলের দাফনের খবর পেয়ে সৎ বোন ও বাইরে কাজে থাকা পিতা শরিফুল বাড়িতে আসলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এলাকার কমিশনার মহিউদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাব্বুলের পিতা শরিফুল ঘটনার সময় ট্রাক চালাচ্ছিলেন। তিনি কিছুই জানেন না। এ ঘটনার জন্য সৎ দুলাভাই টোকন দায়ি। তার বাঁশের আঘাতেই রাব্বুলের মৃত্যু হতে পারে।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহ সদর থানার এসআই শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এখনও থানায় কেও এজাহার দেয়নি।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages